শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি!

 

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আহ্বানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তারকাদের মিলনমেলা বসেছিল। এই আয়োজন ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান এবং শেহতাজসহ শোবিজের জনপ্রিয় তারকারা।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাকিব খান ও পরীমনির একটি আলিঙ্গনের মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করার সময় শাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। এ সময় পরীমনিকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। 


এই মুহূর্তটি ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাদের একসঙ্গে নতুন কোনো সিনেমায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন তাদের সুন্দর সম্পর্কের। তবে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে, নায়ককে জড়িয়ে ধরে পরীমনি কেন এভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন।


উল্লেখ্য, শাকিব খান তার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শোবিজ তারকাদের যুক্ত করছেন। এই উদ্যোগের অংশ হিসেবেই পরীমনিও অংশ নিয়েছিলেন। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ *রঙিলা কিতাব*-এ, আর শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ছিল *দরদ*। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url