রিয়াদে কাবা সদৃশ কালো ঘরের সামনে নাচ-গান: তীব্র সমালোচনার ঝড়!

 

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পবিত্র কাবা ঘরের আদলে তৈরি একটি মডেল প্রদর্শন করা হয়, যেখানে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়। 


মুসলিমদের কাছে কাবা শরীফ ইবাদতের কেন্দ্র এবং ইসলামের সর্বোচ্চ পবিত্র স্থান। তাই এর অনুকরণে তৈরি মডেলের সামনে নৃত্য ও গান পরিবেশনার বিষয়টি অনেকের কাছে ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বলে মনে হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এই ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছেন। কেউ একে “ইসলামের প্রতি অবমাননাকর” বলছেন, আবার কেউ সৌদি আরবের মতো ইসলামী রাষ্ট্রে এমন কাজকে অগ্রহণযোগ্য ও অনৈতিক বলে আখ্যা দিয়েছেন। 


জানা গেছে, রিয়াদ এন্টারটেইনমেন্ট সিজনের অংশ হিসেবে এই ইভেন্টটি আয়োজন করা হয়েছিল। এটি সৌদি আরবের সংস্কৃতি এবং আধুনিকায়নের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করার একটি প্রচেষ্টা। তবে এই উদ্যোগ সৌদি সরকারের ভিশন ২০৩০-এর আওতায় আধুনিকায়নের অংশ হলেও, ধর্মীয় বিতর্কের জন্ম দিয়েছে। 


এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন। যেমন, মুহাম্মাদ হাবিবুল্লাহ আল জিহাদ লিখেছেন, "কাবা শরীফের রেপ্লিকা বানিয়ে নাচ-গান পরিবেশন সৌদি মুনাফিকদের কাজ। কোনো বিধর্মীও এমন সাহস করেনি।" অন্যদিকে, আল আমীন আল্লাহর কাছে এর বিচার দাবি করে বলেছেন, "যারা এই কাজ করেছে তাদের শাস্তি দেখাও।" 


তীব্র বিতর্কের মুখে সৌদি সরকার ঘোষণা করেছে, ধর্মীয়, জাতীয় বা পবিত্র প্রতীক কোনো বাণিজ্যিক বা প্রচারমূলক কাজে ব্যবহার করা যাবে না। গতকাল রোববার এই বিষয়ে একটি নির্দেশনা জারি করে সরকার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url