নতুন কার প্রেমে মজেছেন জানালেন ভাবনা

 

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, যিনি অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত। তবে ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে তার দ্বিমুখী আচরণের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে তিনি কিছুটা আড়ালে চলে যান। 


বর্তমানে সেই আড়াল ভেঙে ফের কাজে সক্রিয় হচ্ছেন ভাবনা। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকে প্রকাশ করছেন নিজের লেখালেখি, আঁকা ছবি এবং কাজের নানা তথ্য। 


শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভাবনা তার নতুন প্রেমের কথা শেয়ার করেন। তিনি জানান, ছবি আঁকার সময় সবুজ রঙের প্রেমে পড়েছেন। ভাবনা বলেন, *"ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা ও প্রকৃতির ছবি আঁকছি। তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।"*


এছাড়াও ভাবনা জানিয়েছেন, ২০২৫ সালের বইমেলায় তার নতুন বই প্রকাশিত হবে, যার শিরোনাম *‘আমার কোন বন্ধু ছিল না’।* তবে বইটি কবিতা, গল্প নাকি উপন্যাস—সেটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। 


এদিকে, ভাবনা সম্প্রতি *‘আলতাবানু জোছনা দেখেনি’* নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন। হিমু আকরামের পরিচালনায় এতে তাকে জুলেখা চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url