ব্রেকিং! হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।  

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url