আফগান তরুণীর ‘শিশু শান্তি পুরস্কার’ জয়

 

১৭ বছর বয়সী নিলা ইব্রাহিমি, যিনি নিজের দেশে জনসম্মুখে কথা বলার অনুমতি পাননি, আফগান মেয়েদের অধিকারের পক্ষে কাজ করে শিশু শান্তি পুরস্কার জিতেছেন। গত মঙ্গলবার তিনি এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেন। 


২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব হয়। সেই কঠিন সময়ে নিলা নারীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে এই পুরস্কার অর্জন করেন। 


নিলা অনলাইনে প্রতিবাদের মাধ্যমে একটি অনুসারী গোষ্ঠী গড়ে তোলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করেন, যাতে ছাত্রীরা জনসমক্ষে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তিনি নিজের গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং ‘আমি আমার গান’ শিরোনামে প্রচারণা চালান। কয়েক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়। 


এক ভিডিও বার্তায় নিলা বলেন, **"সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো অনুভব করলাম, বাহ! আমি যদি নিজের ইচ্ছা প্রকাশ করতে পারি এবং সে ইচ্ছাকে অন্যরাও মেনে নিতে পারে, তাহলে আমাকে কথা বলতেই হবে।"**


তালেবান ক্ষমতায় আসার পর নিলা ইব্রাহিমি **থার্টি বার্ডস ফাউন্ডেশন**-এর সহায়তায় পরিবারসহ আফগানিস্তান থেকে পালিয়ে প্রথমে পাকিস্তান এবং পরে কানাডায় যান। বর্তমানে তিনি কানাডায় আফগান মেয়েদের অধিকারের পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি **‘হার স্টোরি’** নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা, যা আফগান মেয়েদের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে। 


তালেবানের শাসনকালে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হয়। নারীদের পড়াশোনা বা কাজ করার অধিকার নেই এবং তারা কেবল পুরুষ আত্মীয়ের সঙ্গে বাইরে যেতে পারে। জনসম্মুখে কথা বলা নিষিদ্ধ, তাদের পুরো শরীর ঢেকে রাখতে হয়, এমনকি চোখও নিচু রাখতে বলা হয়। পার্ক, জিমসহ অন্যান্য পাবলিক স্থানে প্রবেশ নিষিদ্ধ। অনুমতি ছাড়া ভ্রমণের অধিকার নেই। 


সম্প্রতি তালেবানরা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে, যা জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোরভাবে নিন্দা করেছেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url