কেউ ভাবেনি আমি এমন চরিত্র ফুটিয়ে তুলতে পারব-মিথিলা!
সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। এ নিয়ে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি। তখন তার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মেয়েকে নিয়ে সৃজিতের ঘরে থিতু হওয়ার পর থেকে মিথিলা অভিনয় থেকে অনেকটাই দূরে সরে যান। পড়াশোনার ব্যস্ততার কারণে তিনি অভিনয়ে খুব বেশি সময় দিতে পারেননি। তবে কিছু বছর বিরতির পর, দেশের একটি ওয়েব সিরিজের মাধ্যমে তিনি অভিনয়ে ফেরেন।
মিথিলা মূলত নাটক দিয়ে পরিচিতি পান। রোম্যান্টিক গল্পের নাটকে তার উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। যদিও বিগত চার বছর ধরে নাটকের সঙ্গে তার কোনো যুক্ততা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, "প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তবে তা মানে এই নয় যে আর নাটকে কাজ করব না। সত্যি বলতে, লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। গল্পগুলো খুব গতানুগতিক মনে হচ্ছে।"
এদিকে, কাজলরেখা সিনেমা এবং অ্যালেন স্বপন ওয়েব সিরিজে মিথিলার অভিনয় বেশ আলোচনার জন্ম দেয়। বিশেষ করে মাই শেলফ অ্যালেন স্বপন সিরিজে শায়লা চরিত্রে তার অভিনয়কে অনেকে অতিরঞ্জিত বলে মনে করেছেন। এই সিরিজে মিথিলার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। তাদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেক দর্শকের কাছে মিথিলার এমন চরিত্রে অভিনয় অপ্রত্যাশিত ছিল।
তবে শায়লার চরিত্রে অভিনয়ের বিষয়ে মিথিলা বলেন, "মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকেই বলেছে, তারা নাকি ভাবেনি আমি এমন চরিত্র ফুটিয়ে তুলতে পারব।"
একজন অভিনেত্রী হিসেবে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করার আকাঙ্ক্ষা থেকেই তিনি কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেন।