রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি
অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়ে নিজেদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায় বিএনপি। এজন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ লক্ষ্যে বিএনপি দশটি বিভাগে কর্মশালা আয়োজন করবে।
ঢাকা বিভাগীয় কর্মশালার মধ্য দিয়ে ইতোমধ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে, যা ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির সূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনসহ সরকারের চাহিদামতো সংস্কার প্রস্তাবগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে।
বিভাগীয় কর্মশালার পরিকল্পনা অনুযায়ী, ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিএনপির নেতারা বলছেন, কর্মশালার মাধ্যমে দলের রাষ্ট্র সংস্কারের ধারণা এবং পূর্ববর্তী উদ্যোগগুলো জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি জনমত তৈরি করার ওপর জোর দেওয়া হবে। তাদের মতে, রাষ্ট্র সংস্কার নিয়ে প্রথমবারের মতো বিএনপি এই ধারণা উপস্থাপন করেছিল, তবে রাজনৈতিক বাস্তবতায় তা অনেকের দৃষ্টির বাইরে চলে গিয়েছে।
একজন সিনিয়র নেতা জানান, অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছে, সেগুলো বিএনপির বহু আগের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে অন্তর্বর্তী সরকারের এ ধরনের সংস্কার বাস্তবায়নের ম্যান্ডেট নেই। তিনি মনে করেন, একটি গণআন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর দাবির আলোকে অন্তত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার নিশ্চিত করা উচিত। বাকি সংস্কার কাজ নির্বাচিত সরকার সম্পন্ন করবে।
বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিএনপির নেতারা মনে করেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু সংস্কার নিশ্চিত করা গেলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। এ বিষয়ে দলটি তাদের প্রস্তাবনা সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরবে।