‘মিস আয়ারল্যান্ড’ খেতাব পাওয়া প্রিয়তির ‘ন.গ্ন’ ফটোশুট, আলোচনা-সমালোচনার ঝড়!
বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি, যিনি ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন, বর্তমানে আয়ারল্যান্ডে বসবাস করছেন। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন চ্যাম্পিয়নের খেতাব।
প্রিয়তির সাহসিকতা এবং ভিন্নধর্মী কাজের জন্য তিনি বরাবরই প্রশংসিত ও সমালোচিত হয়েছেন। তিনি মনে করেন, বাঙালি হয়েও সাহসী হয়ে ওঠা সম্ভব, এবং এই বিশ্বাস তাকে অনুপ্রেরণা দিয়েছে। শোবিজ অঙ্গনে তিনি অনেকের জন্য আইডল হয়ে উঠেছেন।
বর্তমানে আন্তর্জাতিক ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়তি। এসব ফটোশুটের মধ্যে বিকিনি এবং বডি পেইন্ট ফটোশুট নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর তোলা তার কিছু ছবি সামাজিকমাধ্যমে প্রকাশের পর নতুন করে চর্চার কেন্দ্রে এসেছেন তিনি। অনেকেই তার সাহসের প্রশংসা করলেও, সমালোচনার তীরও এসেছে তার দিকে।
বর্তমানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্বার গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন নানা দেশের ফটোশুটে। আর দেশের বাইরের বিভিন্ন ফটোশুটগুলোর মধ্যে রয়েছে বিকিনি ফটোশুট। এর আগেও বিকিনিতে প্রিয়তি বিভিন্ন ফটোশুট করেছেন। করেছেন নগ্ন হয়ে ফটোশুটও। তার নগ্ন শরীরে পেইন্ট করে ও লাল বিকিনি পরা ছবি দিয়ে বেশ সমালোচিত হয়েছিল।
শনিবার (১৬ নভেম্বর) সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি ন.গ্ন ছবি পোস্ট করেছেন প্রিয়তি। তার এই নগ্ন ছবি তুলেছেন আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী৷
এদিকে, ব্যক্তিগত জীবনে প্রিয়তি সম্প্রতি তৃতীয় সন্তানের মা হয়েছেন। গত ২৩ আগস্ট আয়ারল্যান্ডের ডাবলিনে কন্যা সন্তান লাভিশা লামের জন্ম দেন তিনি। ফেসবুকে সন্তানদের পরিচয় করিয়ে দিয়ে তিনি লেখেন, "পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য লাভিশা লামের সঙ্গে।" তার আগের দুই সন্তানের নাম আলিফ আবরাজ এবং মৌনীরা মীম।
প্রিয়তির কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একসঙ্গে এগিয়ে চলেছে, এবং সাহস ও প্রতিভা দিয়ে তিনি অনুপ্রেরণা দিয়ে চলেছেন অসংখ্য মানুষকে।