নতুন প্রেমে মজেছেন পরীমণি, প্রেমিক নিয়ে জল্পনা
ডিভোর্সের পর শরিফুল রাজের সঙ্গে বিচ্ছিন্ন জীবনে দুই সন্তানকে নিয়েই সংসার গড়েছেন পরীমণি। বর্তমানে তিনি একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের মানুষ করছেন। ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি, ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি,” সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও প্রজাপতির ইমোজি।
ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে তিনি কারও হাত ধরে আছেন। তবে পাশের ব্যক্তির চেহারা দেখাননি পরীমণি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনেকেই পরীর জীবনে নতুন সম্পর্ককে স্বাভাবিকভাবে নিয়েছেন।
তবে নেতিবাচক মন্তব্যও কম আসেনি। কারণ, বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি বারবার বলেছেন, নতুন সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব নয়। তিনি উল্লেখ করেছিলেন, দাম্পত্য জীবনে কঠিন সময় পার করার পর আর কোনো সম্পর্কের মায়ায় জড়াতে চান না। বরং ছেলে-মেয়েকেই জীবনের মূল আলো হিসেবে দেখছেন তিনি।
এরপরও, নতুন এই ভিডিও ও ক্যাপশন দেখে ভক্তদের একাংশের ধারণা, নিজের আগের কথা ভুলে তিনি নতুন করে প্রেমে মজেছেন। গত বছর রাজ-পরীমণির সংসার ভেঙে যাওয়ার পর ছেলেকে নিয়ে একা সময় কাটাতেন তিনি। এরই মধ্যে একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে নিজের মেয়ে হিসেবে পরিচয় দেন। দুই সন্তানকে নিয়ে তিনি এখন সুখী জীবনের গল্প শোনালেও, এবার তার জীবনে প্রেমের নতুন রঙ যোগ হয়েছে।
অনেকেই এই পরিবর্তনকে পরীমণির নতুন জীবনের একটি অধ্যায় হিসেবে দেখছেন। তবে তার এই সিদ্ধান্ত নিয়ে মতামত যেমন বিভাজিত, তেমনই কৌতূহলও রয়েছে দর্শকদের মধ্যে।