প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করে বাঙালি মেয়েকে বিয়ে করলেন কোরিয়ান যুবক!
ভিনদেশি তরুণ-তরুণীর প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তেমনি একটি ঘটনা ঘটেছে ঢাকার সাভারে। মানচিত্র ও হাজার মাইল দূরত্বের বাধা অতিক্রম করে, দক্ষিণ কোরিয়ার তরুণ জে. মিঙ্গি প্রেমের টানে বাংলাদেশে পা রেখেছেন। প্রেমিকা, ১৯ বছর বয়সী কলেজছাত্রী সুমাইয়ার ডাকে সাড়া দিতে তিনি এখানে আসেন।
জে. মিঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করে আরফান ইসলাম নাম গ্রহণ করেন। পরবর্তীতে, গত ২ নভেম্বর ইসলামি রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্থানীয় এলাকাবাসীর মাঝেও বিয়েটি নিয়ে তৈরি হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানে কোরিয়ান তরুণ আরফান ইসলাম ভাঙা বাংলায় স্ত্রী সুমাইয়ার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। আরফান-সুমাইয়ার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাদের এই সফল পরিণয়ে বেশ খুশি। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এ সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিবাহের মাধ্যমে পূর্ণতা পায়।