স্বামী হিসেবে কেমন ‘পুরুষ’কে চেয়েছিলেন ঐশ্বরিয়া?
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা বহুদিন ধরে চলে আসছে। এই বিষয়ে কখনওই বচ্চন পরিবারের তরফ থেকে প্রকাশ্যে কিছু বলা হয়নি। সম্প্রতি বিয়ের আগের ঐশ্বরিয়ার একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার জীবনের ‘আদর্শ পুরুষ’ নিয়ে কথা বলেছিলেন।
ঐশ্বরিয়া বলেছিলেন, “আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। এতটাই ভালোবাসবে যে, তার পাশে থাকলে আমি আর কারও দিকে তাকানোর প্রয়োজনই অনুভব করব না। আমি মন থেকে চাই, আমার আদর্শ পুরুষটি রোমান্টিক হোক। ফ্লার্ট নয়, বরং একজন ভালো মনের মানুষ হওয়া খুবই জরুরি।”
অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। এর মধ্যে ‘উমরাও জান’ সিনেমার সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর ‘গুরু’ সিনেমায় কাজ করার সময় অভিষেক, ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব দেন। অবশেষে ২০০৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কন্যা আরাধ্যাকে নিয়ে তাদের সংসার সুখেরই ছিল।
তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা নেটিজেনদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। আম্বানি পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সবাই একসঙ্গে এলেও ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আলাদা আসতে দেখা যায়। এরপর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুজব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।
তবে এ বিষয়ে অভিষেক বা ঐশ্বরিয়া কখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে ঐশ্বরিয়াকে খুব একটা চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে না। তিনি অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন। তাই তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে সবার আগ্রহ ক্রমশ বাড়ছে।