এবার গোয়ায় জয়ার সঙ্গী হতে যাচ্ছেন মেহজাবীন!

 

ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর শুরু হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসর। উপমহাদেশের সিনেমার জন্য এই উৎসবটি বিশেষ মর্যাদাপূর্ণ। এবারের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা সিনেমা *ভূতপরী*, যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। 


জয়ার পাশাপাশি এবারের ইফিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে *প্রিয় মালতী*, যা প্রদর্শিত হবে *সিনেমা অব দ্য ওয়ার্ল্ড* বিভাগে। ছবিটির পরিচালক শঙ্খ দাসগুপ্ত জানান, এটি বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ইফিতে জায়গা পেয়েছে।


*প্রিয় মালতী* সিনেমায় মধ্যবিত্ত সংগ্রামী নারীর গল্প তুলে ধরা হয়েছে, যেখানে মেহজাবীন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে। সর্বশেষ এটি ১৫ নভেম্বর মিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। 


কায়রো উৎসবে *প্রিয় মালতী* আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সেখানে মোট চারটি প্রদর্শনী হবে। ইফিতে আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বসিত টিমটি। শঙ্খ দাসগুপ্ত বলেন, "ইফি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতির অনেক মিল রয়েছে। সেই যোগসূত্র স্থাপনে *প্রিয় মালতী* গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"


অন্যদিকে, জয়া আহসান অভিনীত *ভূতপরী* সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি এবং অভিজিৎ গুহ। সিনেমাটি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। 


এদিকে, শঙ্খ দাসগুপ্ত পরিচালিত *প্রিয় মালতী* সিনেমায় মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট ও রিজভী রিজু। জানা গেছে, ছবিটি শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url