বড় খবর! আগামী ৫ ডিসেম্বর সাত ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’

 

অবশেষে সকল অপেক্ষার অবসান! প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত সিনেমা *পুষ্পা: দ্য রুল*-এর ট্রেলার। আগের টিজারেই দর্শকদের মধ্যে উত্তেজনা জাগিয়েছিল এই সিক্যুয়েল। রবিবার সন্ধ্যায় ট্রেলার প্রকাশের পর সেই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেল। 


সিক্যুয়েলের গল্পে দেখা যাচ্ছে পুষ্পা এবার বিবাহিত। প্রেমিকা শ্রীভাল্লির সঙ্গে ঘর বেঁধেছে সে। তবে সুখী সংসারের মধ্যেও পুষ্পার জীবনে একের পর এক ভয়ানক ঘটনা ঘটে। ট্রেলারে আল্লু অর্জুনকে আগের মতোই দাপুটে দেখা গেছে, বরং এবার তার চরিত্র আরও ভয়ংকর রূপ নিয়েছে। অন্যদিকে, রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুনের রোমান্টিক মুহূর্তের ঝলক দর্শকদের মন ছুঁয়েছে। 


এছাড়া, চমকে দিয়েছেন ফাহাদ ফাসিল। পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় নজর কাড়ছে। প্রথম ভাগে তাঁদের মধ্যে দ্বন্দ্বের যে আভাস পাওয়া গিয়েছিল, এবার তা আরও তীব্র হবে। দুই তারকার দৌড়ঝাঁপ আর সম্মুখ যুদ্ধ বড় পর্দায় দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন। 


২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া *পুষ্পা: দ্য রাইজ* দেশজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় শুরু হয়েছিল দ্বিতীয় পর্বের শুটিং, যা শুরু হয় ২০২২ সালে। অবশেষে আগামী ৫ ডিসেম্বর সাতটি ভাষায় মুক্তি পাবে *পুষ্পা: দ্য রুল*।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url