নির্বাচনে যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় এবং তাদের কোনো ম্যান্ডেট নেই। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে সরকার ক্ষমতায় থাকার উদ্দেশ্য নিয়েছে—এমন ধারণা সৃষ্টি হতে পারে। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  


এ সময় মির্জা ফখরুল গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটি করেছে শিক্ষার্থীরা। তারা হলো আমাদের স্ট্রাইকার। তরুণ ভ্যানগার্ডরা বুক পেতে গুলি খেয়েছে। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না।"  


জাতীয় নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "ছাত্ররা অনেক কিছু বলবে এবং বলছেও। তবে আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, দ্রুত জাতীয় নির্বাচন এখন জাতির জন্য অত্যন্ত জরুরি। কারণ এই সরকার নির্বাচিত নয় এবং তাদের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সমস্যাকে আরও ঘনীভূত করবে। বিএনপি আগেও সংস্কারের কথা বলেছে এবং আমরা তা চাই। তবে এই সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে। তা না হলে সমাজে পরিবর্তন আনা সম্ভব হবে না।"  


রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "এমন কোনো কাজ করা যাবে না, যা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url