কেমন হলো বরবাদের আইটেম গান, জানালেন নুসরাত

 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত *‘বরবাদ’* সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে। প্রথম লটের শুটিং ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে। জানা গেছে, একটি বিরতির পর ডিসেম্বর থেকে সিনেমাটির দ্বিতীয় ও শেষ লটের শুটিং শুরু হবে।


এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে *‘প্রিয়তমা’* খ্যাত টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। পাশাপাশি, সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ইতোমধ্যেই আইটেম গানের শুটিং শেষ হয়েছে। 


*স্টার জলসা*কে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত বলেন,  

> “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়ই উপভোগ্য। শাকিব খানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাই না, শুধু অপেক্ষা করুন গানের জন্য। আমিও অপেক্ষায় রয়েছি।”


অন্যদিকে, শাকিব খান *‘বরবাদ’* সিনেমা নিয়ে বলেছেন,  

> “*‘বরবাদ’* হবে *‘তুফান’-এর* চেয়ে দ্বিগুণ বাজেটের সিনেমা। আপনারা দেখে বলবেন, ‘ওয়াও, এটা কী দেখলাম!’” 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url