এলাহী কাণ্ড! চকলেট ভেবে বন্দুকের গুলি গিলে ফেলল গায়িকার ছেলে
বিপাকে পড়লেন ওপার বাংলার গায়িকা জোজো মুখার্জি। তার ছেলে অদীপ্ত খেলার ছলে খেলনা বন্দুকের গুলি গিলে ফেলে। বিষয়টি বুঝতে পেরেই জোজো দ্রুত সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে যান।
বৃহস্পতিবার শুটিং শেষে বাড়ি ফিরেই তিনি ছেলেকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসকদের প্রচেষ্টায় অদীপ্তের পেট থেকে গুলি বের করা সম্ভব হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি পোস্ট করে জোজো জানান, অদীপ্ত ঘুম থেকে উঠেছে এবং এখন একটু ভালো বোধ করছে। তিনি লেখেন, "গতকাল ডিনারের সঙ্গে লুকিয়ে খেলনা বন্দুকের গুলি খেয়েছিল। হাসপাতালে গিয়ে বমির সঙ্গে সেটা বের হয়েছে, এখন কিছুটা স্বস্তি পেয়েছে।"
ছবিতে অদীপ্তকে নীল রঙের টি-শার্ট পরে বিছানায় বসে থাকতে দেখা যায়। আগামী মাসে চার পেরিয়ে পাঁচ বছরে পা দেবে ছোট্ট আদি। ছেলেকে সবসময় আগলে রাখেন জোজো, তবে এমন বিপদ ঘটতে পারে তা তিনি ভাবতেও পারেননি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোজো জানান, "খেলনা বন্দুকের গুলি চকলেট ভেবে চিবিয়ে খেয়ে ফেলে। এরপর ডিনার খাওয়ার পর থেকে হজমে সমস্যা হচ্ছিল। আমি রাত বাড়ি ফেরার পর সে কান্নাকাটি শুরু করে এবং আমার আঙুল মুখে নিয়ে কষ্টের ইঙ্গিত দেয়। বুঝতে পেরে রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।"
হাসপাতালে চিকিৎসার সময় অদীপ্ত বমি করতে শুরু করে, তখনই বুলেটের টুকরো বের হয়। চিকিৎসা সেরে সন্তান সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন গায়িকা।
অদীপ্ত এখন পুরোপুরি সুস্থ। তবে বৃহস্পতিবার রাতটি জোজোর জন্য ছিল অত্যন্ত উৎকণ্ঠার। দত্তক নেওয়া ছেলে অদীপ্তকে মা হিসেবে ভালোবাসা আর যত্নে বড় করছেন জোজো। ৫০ বছর বয়স পেরিয়ে ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার বড় মেয়ে বাজোর বয়স এখন ২৮ বছর।