"হাসনাতকে উদ্দেশ্য করে মাকসুদের পোস্ট নিয়ে নেটিজেনদের তুমুল সমালোচনা"
"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনায় পড়েছেন ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক। তাঁর শেয়ার করা একটি ফটোকার্ড এবং বিতর্কিত ক্যাপশন ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা।
মাকসুদ ফেসবুকে ‘বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত’ শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, *‘পূর্বাভাস: ডরাস ক্যা জিহাদি ভাই? ফাঁসি তো খুবই মামুলি জিনিস—তা হয় কারাগারের অভ্যন্তরে। কেউ স্বচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। ভালো কথা ‘জম তুপি’ পইড়া আমাগো ‘মজা’ নষ্ট করিস না মামা। এনকেলাপ ঝিন্দাভাত।’*
এই পোস্টের পর নেটিজেনরা মাকসুদকে তীব্র সমালোচনার মুখে ফেলেন। অনেকেই মন্তব্য ঘরে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আপনি কীভাবে এমন কুরুচিকর সমালোচনা করতে পারলেন?’ মন্তব্যের ঘরে চলে তর্ক-বিতর্ক।
তবে পরে সেই পোস্ট ফেসবুক থেকে আর দেখা যায়নি। মাকসুদ দাবি করেছেন, পোস্টটি তিনি মুছে ফেলেননি। গণহারে রিপোর্ট করার কারণে ফেসবুক সেটি সরিয়ে দিয়েছে। তিনি বলেন, *‘শুভ সকাল। ডরাই নাই! পোস্টটি আমি না, ফেসবুক ‘রিপোর্ট’-এর ঠেলায় ‘রিমুভ’ করেছে।’*
এর আগে, ১২ নভেম্বর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, *‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’* তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা তৈরি করে।"