বড় শাস্তির মুখে মেসি, হতে পারেন নিষিদ্ধও!

 

লিওনেল মেসির সময়টা যেন হঠাৎ করেই প্রতিকূল হয়ে উঠেছে। ক্লাব ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ থেকে ছিটকে পড়ার পর জাতীয় দল আর্জেন্টিনার হয়েও হারতে হয়েছে প্যারাগুয়ের কাছে। সেই ম্যাচে একটি ঘটনার জেরে তিনি এখন শাস্তির মুখোমুখি হওয়ার শঙ্কায়। 


গত ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাটিতে হওয়া ম্যাচে মেসি প্যারাগুয়ের ওমর আলদেরেতেকে মারাত্মক ফাউল করেও কোনো কার্ড পাননি। এরপর রেফারি অ্যান্ডারসন দারানকোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টাইন অধিনায়ক রেফারিকে শাসিয়ে বলেছিলেন, *"তুমি কাপুরুষ। আমি তোমাকে পছন্দ করি না।"*


এ ঘটনাকে কেন্দ্র করে মেসির ওপর শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে খেলোয়াড়দের বাজে ভাষা, অশোভন আচরণ বা অশালীন ইঙ্গিতের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 


এর আগে এমন কর্মকাণ্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ২০ হাজার ডলার জরিমানা করার নজির রয়েছে। এখন দেখার বিষয়, মেসিও কি একই শাস্তির মুখোমুখি হন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url