বিছানায় তেজস্বীর পছন্দের পজিশনের কথা জানালেন


 কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো **‘লক আপ’**-এর গ্র্যান্ড ফাইনালে জমজমাট মুহূর্ত তৈরি করেছিলেন অভিনেতা-সঞ্চালক করণ কুন্দ্রা ও তাঁর বান্ধবী, অভিনেত্রী তেজস্বী প্রকাশ। শো চলাকালীন দু’জনের একটি মনোমুগ্ধকর নাচের পরিবেশনার পর কঙ্গনা তাঁদের নিয়ে একটি মজার খেলায় মাতেন। সেখানেই উঠে আসে বেশ কিছু সাহসী ও রোমাঞ্চকর প্রশ্ন। 


কঙ্গনা প্রথমে জানতে চান, **“বিছানায় কে উপরে থাকতে পছন্দ করেন?”** করণের সোজাসাপ্টা উত্তর ছিল, **“তেজস্বী সব কিছুতেই উপরে থাকতে পছন্দ করেন।”** করণের এই মন্তব্য শুনে তেজস্বী লজ্জায় লাল হয়ে যান, আর প্রতিযোগী ও দর্শকরা হতবাক হয়ে ওঠেন।


এরপর কঙ্গনার আরেকটি প্রশ্ন ছিল, **“কর্ণ না তেজস্বী, কে ভালো ঠোঁটে ঠোঁট মেলাতে পারেন?”** তেজস্বীর উত্তর, **“আমরা দু’জনেই ভালো, তবে প্রথম চুম্বনে আমি সেরা ছিলাম।”** 


‘লক আপ’-এর এই গ্র্যান্ড ফাইনালে করণ ছিলেন জেলারের ভূমিকায়, আর তেজস্বী ছিলেন বিশেষ অতিথি হিসেবে। শো শেষে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিজয়ী হন এবং ২০ লাখ টাকার পুরস্কার নিয়ে যান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url