বিছানায় তেজস্বীর পছন্দের পজিশনের কথা জানালেন
কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো **‘লক আপ’**-এর গ্র্যান্ড ফাইনালে জমজমাট মুহূর্ত তৈরি করেছিলেন অভিনেতা-সঞ্চালক করণ কুন্দ্রা ও তাঁর বান্ধবী, অভিনেত্রী তেজস্বী প্রকাশ। শো চলাকালীন দু’জনের একটি মনোমুগ্ধকর নাচের পরিবেশনার পর কঙ্গনা তাঁদের নিয়ে একটি মজার খেলায় মাতেন। সেখানেই উঠে আসে বেশ কিছু সাহসী ও রোমাঞ্চকর প্রশ্ন।
কঙ্গনা প্রথমে জানতে চান, **“বিছানায় কে উপরে থাকতে পছন্দ করেন?”** করণের সোজাসাপ্টা উত্তর ছিল, **“তেজস্বী সব কিছুতেই উপরে থাকতে পছন্দ করেন।”** করণের এই মন্তব্য শুনে তেজস্বী লজ্জায় লাল হয়ে যান, আর প্রতিযোগী ও দর্শকরা হতবাক হয়ে ওঠেন।
এরপর কঙ্গনার আরেকটি প্রশ্ন ছিল, **“কর্ণ না তেজস্বী, কে ভালো ঠোঁটে ঠোঁট মেলাতে পারেন?”** তেজস্বীর উত্তর, **“আমরা দু’জনেই ভালো, তবে প্রথম চুম্বনে আমি সেরা ছিলাম।”**
‘লক আপ’-এর এই গ্র্যান্ড ফাইনালে করণ ছিলেন জেলারের ভূমিকায়, আর তেজস্বী ছিলেন বিশেষ অতিথি হিসেবে। শো শেষে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিজয়ী হন এবং ২০ লাখ টাকার পুরস্কার নিয়ে যান।